কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২২,নভেম্বর :: শতাব্দী প্রাচীন মালদহের চাঁচল থানার কলিগ্রাম ভারতী ভবন পাঠাগারে চুরি গেলো কম্পিউটার। লন্ডভন্ড হয়ে রয়েছে একাধিক মূল্যবান বই।পাঠাগারের বেহাল দশায় ক্ষুব্ধ বইপ্রেমীরা।স্থানীয়দের দাবি. প্রায় পাঁচ বছর ধরে এই পাঠাগারে কোনো গ্রন্থাগরিক নেই।যার ফলে বন্ধ থাকে পাঠাগার রক্ষণাবেক্ষণের অভাবে পরিকাঠামোর বেহাল দশা হয়েছে। জঙ্গলকীর্ণ গোটা গ্রন্থাগার চত্বর।
