শতাব্দী প্রাচীন স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ বট বৃক্ষে ঘিরে ধরেছে হাসপাতালের ছাদ – রোগী থেকে স্থানীয় বাসিন্দারা প্রচন্ড ক্ষুব্ধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ  :: বুধবার ২০,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র ১৯১৪ সালে ১৫ বিঘা জমির উপর তৈরি হয়েছিল স্বাস্থ্য। কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রটা তৈরি হয়েছিল সেখান থেকে একে একে প্রথমে ২, বেড তারপর তারপর ১০, তারপর ২৪ বেড হলেও, ২০১০ সালে ১৫ই আগস্ট বেভের সংখ্যা  কবে দাঁড়ায় ১০।
২৪ ঘন্টা পরিষেবা দিতে একমাত্র এই হাসপাতাল চিকিৎসক থেকে শুরু করে নার্সরা  বিনামূল্যে ওষুধ পেত প্রান্তিক মানুষরা। এখন বিনা মুল্যে ওষুধ পেলেও, এখন সপ্তাহে চার থেকে পাঁচ দিন খোলা হয় দুঘন্টা করে পরিষেবা পান প্রত্যন্ত সুন্দরবনের মানুষ।  প্রায় ২, লক্ষ মানুষের একমাত্র ভরসা হিঙ্গলগঞ্জ ব্লক-দ্বীপে সানডেল বিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আর হিঙ্গলগঞ্জ  স্বাস্থ্য কেন্দ্র এই দুটি হাসপাতালের উপর নির্ভর করে সুন্দরবনের মানুষের একমাত্র চিকিৎসা  পাওয়ার মূল জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =