নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৯,আগস্ট :: শনিবার অভয়ার বাবা – মায়ের ডাকে নবান্ন অভিযান।আর এই অভিযান রুখতে তৎপর পুলিশ।ইতিমধ্যে নবান্ন অভিমুখে যাবার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড নিয়ে আসা হয়েছে।
কোনা এক্সপ্রেসওয়ের সাতরাগাছি,ফোরশোর রোডের বাঁশতলা মোড়,জি টি রোডে হাওড়া ময়দানে রাস্তার দুদিকে লোহার বিম ঢালাই করে দেওয়া হয়েছে।এখানে নাট বল্টু দিয়ে লোহার ব্যারিকেড আটকে দেওয়া হবে ।
এছাড়াও মল্লিক ফটক,কাজীপাড়া ব্যতাইতলা সহ বিভিন্ন রাস্তায় লোহার ও বাঁশের ব্যারিকেড থাকবে। এইসব রাস্তা পরিদর্শন করেছেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।
সাতরাগাছিতে লোহার কন্টেনারে অস্থায়ী কন্ট্রোল রুম করা হচ্ছে । রাজ্য পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা এদিনের দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।