নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৭,এপ্রিল :: পানিশালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বিকাশ রাজভরের নেতৃত্বে শনিবার তৃণমূল কংগ্রেস থেকে ২৫ টি পরিবার বিজেপিতে যোগদান করলো কোচবিহার জেলা বিজেপি দলীয় কার্যালয়ে। একই সাথে ডাওয়া গুরি অঞ্চলের মোতাব আলী মিয়া এর নেতৃত্বে আরো ৩৩ টি পরিবার যোগদান করে বিজেপিতে।
তাদের সকলের হাতেই দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। বিকাশ রাজভর মন্তব্য করে বলেন, তৃণমূল কংগ্রেসের কোন ঐক্য নেই । একটা দম বন্ধ হওয়া পরিস্থিতি। কোন যোগ্য মর্যাদা নেই তাই বাধ্য হয়ে তারা বিজেপিতে যোগদান করল। এ বিষয়ে ডাওয়াগুড়ি অঞ্চলের মোতাপ আলী মিয়া বলেন আমরা তৃণমূলে থেকেও বিজেপি তে ভোট দিয়েছি ।
তৃণমূলে থাকা অবস্থায় আমাদের কোন গুরুত্ব দেওয়া হয়নি অবহেলা করা হয়েছে সেই কারণেই আমরা আজ বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছি। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন এরকম প্রতিটা জায়গায় কোচবিহারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন।
আর সেই জন্যই তৃণমূল কোন জায়গায় যারা বসে আছে তৃণমূল হয়ে আবার তাদেরকেই যোগদান করিয়ে তারা বলছে বিজেপি থেকে তৃণমূলের যোগদান করছে ।
এটা সম্পূর্ণ মিথ্যা বিজেপি থেকে তৃণমূলে কেউ যোগদান করে না। আর কয়েক দিনের মধ্যেই তৃণমূলের সমস্ত কর্মী ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হবে, ১০ থেকে ১২ তারিখের মধ্যে তৃণমূল প্রায় পরিষ্কার হয়ে যাবে কোচবিহার থেকে।