নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: ২২শে,এপ্রিল :: শনিবার দুপুরে কাঁকসার ৪ মাইল এলাকায় মোরগ্রাম রাজ্য সড়কের ধারে জঙ্গলে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানাগড় বনদপ্তরের আধিকারিকরা। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসে রাস্তার ধারে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে রাস্তার ধারে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারলেও জঙ্গলের ভেতরে তারা পৌঁছতে পারেননি। জঙ্গলের ভেতরে বনবিভাগের কর্মীরা মেশিনের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন আগুনের হাত থেকে জঙ্গলকে বাঁচাতে প্রশাসনিক ভাবে বিভিন্ন এলাকায় তারা প্রচার চালিয়েছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষ জোর করে জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। জঙ্গলে আগুন লাগার ফলে ক্ষতি হচ্ছে বন সম্পদের । তবে প্রশাসন সজাগ রয়েছে এবং কাঁকসা থানার পুলিশ জঙ্গল লাগোয়া এলাকা গুলিতে নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।