নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৯,ডিসেম্বর :: শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লক এর গোগলা পঞ্চায়েতের নতুন ডাঙ্গা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর ৫৮ র অনাদিনাথ চট্টোপাধ্যায় । মৃত ব্যক্তির বাড়ি ফরিদপুর থানা এলাকার বনগ্রামে । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ফরিদপুর থানার পুলিশ।

গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। পুলিশ ঘাতক ট্রাক্টরের খোঁজে তল্লাশি শুরু করেছে।এই ঘটনার পরে ওই এলাকায় দাবী ওঠে ট্রাক্টরগুলি বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে বিভিন্ন রাস্তায়। আর তার জেরে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণ পথ চারীদের।