শনিবার নবান্ন এবং কালিঘাটের অভিযানের জায়গা বদলে পুলিশের ফরমান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৮,আগস্ট :: গত বছরের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলার থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ ও খুন করার সেই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত বিচার হয়নি ।

চিকিৎসকের মা-বাবা ঘটনার এক বছর পূর্তিতে ৯ আগস্ট ‘নবান্ন অভিযানে’ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা তৃণমূল কংগ্রেস ছাড়া কংগ্রেস, SUCI, CPM, BJP সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও এতে যুক্ত হওয়ার অনুরোধ করেছেন । বিজেপির রাজ্য নেতা তথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ‘দলবিহীন’ এই অভিযানের সফলতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ।কালীঘাট অভিযান

চিকিৎসকের নিহত হওয়ার ঘটে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে ‘অভয়া মঞ্চ’ পক্ষ থেকে ‘কালীঘাট চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে ।

কলকাতা ও আশেপাশের চার জেলা থেকে হাজার হাজার মানুষ হাজরা মোড়ে জমায়েতের পর মিছিল করে কালীঘাটে মমতার বাসভবনের দিকে রওনা দেবেন । ৪টা থেকে এই মিছিল শুরু হবে। সেই দিন সকালে ‘রাখি বন্ধন’ পালন এবং ১৪ অগস্ট রাতে “রাত দখল” কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে ।

অভয়া মঞ্চ প্রথমে ‘কালীঘাট চলো’ মিছিল পরিচালনা করলেও, বিজেপির নবান্ন অভিযানের সঙ্গেও সমর্থন ঘোষণা করেছে, কারণ তা আরজিকর মামলা ও রাজ্যে নারীদের বিরুদ্ধে চলমান অন্যায় প্রতিরোধের দাবি নিয়ে সংগঠিত হচ্ছে ।

নবান্ন অভিযান নির্যাতিত চিকিৎসকের পরিবার এবং বিভিন্ন দল-সমর্থকের দ্বারা বিচারপতি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, তৃণমূল কংগ্রেস বাদে অন্যান্য দলকে যুক্ত করার আহ্বান।
কালীঘাট অভিযান অভয়া মঞ্চের ডাক—’রাখি বন্ধন’, হাজরা মোড় থেকে কালীঘাটের মিছিল ও পরবর্তীতে নিউ রাত দখল; নারীদের বিরুদ্ধে বিচার চালুর দাবি ও রাজ্যের প্রশাসনিক প্রতিক্রিয়া বিক্ষোভ।

এদিন পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযানের আয়োজকরা এখনও কর্মসূচির জন্য কোনও অনুমতি চায়নি। সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টে দু’টি মামলা হয়। তার একটি মামলার রায় সম্পর্কে তারা অবগত। ‘

শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার’ জানিয়ে হাইকোর্ট বলেছে, হিংসা যেন না হয়, সরকারি সম্পত্তি যাতে নষ্ট না হয়। পুলিশের বক্তব্য, রাজ্য প্রশাসন প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করতে পারে। নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর। সেই ভবন এবং সংলগ্ন এলাকায় সবসময় উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকে। তাই সেখানে প্রতিবাদ-মিছিল করা যাবে না।

পরিবর্তে পুলিশ দু’টি বিকল্প জায়গার কথা বলেছে। একটি হল সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। অপরটি, রানি রাসমণি চত্বর। এবিষয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার বক্তব্য, অভয়া মঞ্চের কালীঘাট অভিযান হওয়ার যে কথা ছিল, তা-ও করা যাবে না। আয়োজকদের তা জানিয়ে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =