নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ২৯,জুন :: শনিবার রাতে উত্তর বড় হলদিবাড়ির গজেন্দ্রপুর চৌরঙ্গী সংলগ্ন এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়. উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা প্রাক্তন সভাপতি দেবাশীষ চক্রবর্তী ও ভূপেন্দ্রনাথ রায়
উত্তর মন্ডল সভাপতি পীযুষ্কান্তি রায় সাধারণ সম্পাদক নির্মল রায়,বিধানসভা কো কনভেনার বিমল চন্দ্র রায়, যুবনেতা বাপ্পা রায়, কমল ঋষি প্রমুখ। সেখানে ১১৭ নম্বর বুথের ওই পরিবারগুলি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির নেতৃত্বরা দাবি করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।