নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৩,আগস্ট :: মদ্যপ অবস্থায় যানবাহন চালানো ঠেকাতে শনিবার রাতে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হল নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির উদ্যোগে।
এদিন নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ট্রাফিক ওসি সুভাশিষ বর্মনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন যানবাহন আটক করে অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে এদিন মদ্যপ অবস্থায় যানবাহন চালানোর দায়ে বেশকিছু যানবাহন আটক করে জরিমানা করা হয়। এধরনের অভিযান লাগাতার চলবে বলে পুলিশ জানিয়েছে।