নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৬,অক্টোবর :: প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগের পশ্চিমবঙ্গ সফর বাতিল হয়েছে। পরে আজ শনিবার তিনি রাতে কলকাতা আসছেন। আবার রবিবার রাতের বিমানে দিল্লি ফিরে কাবেন বলেই বিজেপি সূত্রে জানা গেছে।
কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। পরের দিন রবিবার কল্যাণী হয়ে পেট্রাপোল এবং আরামবাগে দুটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে আরামবাগের অনুষ্ঠান বাতিল হবার কথা শোনা যাচ্ছে।
এরপর এদিন বিকেলেই সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন অমিত শাহ। বঙ্গ সফরের মাঝেই ১৩ নভেম্বর ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে অমিত শাহের।
এর মধ্যে সময় করে আর জি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের বাবা মার সঙ্গে তাঁর কথা বলার কথা। খবরে প্রকাশ যে তিলোত্তমার বাবা ই-মেইল করে অমিত শাহর সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছিলেন। এখন দেখার অমিত শাহ কখন ও কোথায় তাঁদের সাথে দেখা করবেন।