নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: ১৩,মে :: শনিবার শুরু হচ্ছে বিখ্যাত ভবা পাগলার মেলা । ২০১৬ সালে এই ভবা পাগলার মেলার প্রথম দিনে ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৫০ জন। সেই দুর্ঘটনাকে সামনে রেখেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নদীয়ার শান্তিপুর থানার কালনাঘাট। ইতিমধ্যেই নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেছেন রানাঘাট পুলিশ জেলা সুপার ডক্টর কে কান্নান।
আগামী দিনে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণেই সদা তৎপর প্রশাসন। নদীয়া জেলা প্রশাসন এবং বর্ধমান প্রশাসনের যৌথ উদ্যোগে গঙ্গার দুই ঘাটেই জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গার ঘাট লাগোয়া ভবা পাগলার মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মেলা শুরু হচ্ছে আজ থেকে থেকেই ।
মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জমায়েত হয়। জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভবা পাগলার মেলার উদ্দেশ্যে রওনা দেন। নদীয়া জেলার ভবা পাগলার মেলায় ভক্তদের যাতায়াতের ভরসা কালনা ফেরিঘাট। ২০১৬ সালের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক জেলা প্রশাসন।
যাতে ভবা পাগলার মেলাকে কেন্দ্র করে কোনরকম দুর্ঘটনা না ঘটে সেই কারণেই আগাম একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শন করে রানাঘাট জেলা পুলিশ সুপার বলেন, গঙ্গার দুই ফেরি ঘাটেই থাকবে সিসিটিভি ক্যামেরা। ভক্তদের ভিড় সামলানোর জন্য একাধিক ব্যারিকেড এর ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি যাতে অ্যাড ভেসেলে অতিরিক্ত যাত্রী না উঠতে পারে তার জন্য থাকবে পুলিশ মোতায়েন। অন্যদিকে বউ পাগলা মেলার কারণে অতিরিক্ত একটি ভেসেলের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।