সুফল চন্দ :: শ্রীরামপুর :: সংবাদ প্রবাহ :: শনিবার শ্রীরামপুর বটতলায় সিপিআইএম এবং এসএফআই হুগলি জেলা কমিটি যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন প্রথমে শ্রীরামপুরের বটতলায় সিপিআইএম পথসভা করে। তারপর এসএফআই ও সিপিআইএম একাধিক বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধ ও বিক্ষোভ করে। তাদের এই বিক্ষোভের কারণ হিসাবে একাধিক বিষয় উঠে আসে- এসএসসি দুর্নীতি থেকে শুরু করে ঘুষ ও দুর্নীতি লব্ধ সমস্ত অর্থ উদ্ধার বিষয় নিয়ে। এদিন তারা “চোর ধরো জেল ভরো” স্লোগান দিয়ে পথসভা ও বিক্ষোভ করে। এই সময় সিপিআইএমের ও এস এফ আই হুগলি জেলা কমিটি একাধিক সদস্য ও সমর্থকরা এই বিক্ষোভ করে। এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের ও সরকারি পদাধিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বচ্ছ ভাবে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করা হয়। এসএসসি সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতেই এই বিক্ষোভ করা হয়। এসএফআই হুগলি জেলা কমিটির ব্যানারে ‘কান নয় মাথা চাই এই দাবি করা হয়। প্রায় আধঘন্টা শ্রীরামপুরের বটতলায় পথ অবরোধ ও তার সাথে সাথে বিক্ষোভ করা হয়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন হাজির হয়। দেখা যায় পুলিশ অবরোধকারীদের পুলিশ ভ্যানে নিয়ে থানা নিয়ে যায়।