সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: সেবক :: শনিবার ৩০,আগস্ট :: শনিবার সকালে সেবকের কাছে ১০ নং জাতীয় সড়কে বড়সড় ধস নামে কালী ঝোরার কাছে । ফলে সিকিম ও দার্জিলিংমুখী প্রধান যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। বিশাল পাথর ও মাটি খসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধস নামার সময় কয়েকটি গাড়ি আটকে পড়ে, তবে বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) ধস সরানোর কাজ শুরু করেছে।এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি সিকিম ও দার্জিলিং যাতায়াত করে। ধসের কারণে যাত্রী ও পর্যটকরা বিপাকে পড়েছেন। আপাতত বিকল্প রাস্তা দিয়ে যানবাহন ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির কারণে আরও ধস নামার আশঙ্কা রয়েছে।