নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চ্যাংরাবান্ধা :: শনিবার ১,ফেব্রুয়ারি :: দাম না কমালে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে।বৈঠক করে কয়েকদিন আগেই এমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরের ব্যবসায়ীরা।সেই অনুযায়ীই শনিবার সকাল থেকে এই স্থল বন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ থাকল।
যার কারণে এদিন এই সীমান্ত বাণিজ্য কেন্দ্র অনেকটাই শুনশান থাকল।তবে দ্রুত সমস্যা মিটুক এটা চাইছেন ট্রাক চালক,মালিক থেকে ব্যবসায়ী সকলেই। বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্য পণ্য রপ্তানি চলছে।
সমস্যা মেটানোর কথা বলেছেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ।বিষয়টি দেখা হচ্ছে বলে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার এবং সভাপতি মনোজ কানুর বক্তব্য।
ওপারের ব্যবসায়ীদের বক্তব্য,ভুটান থেকে প্রতি টন বোল্ডার ১৬ ডলারে আমদানি করছেন।প্রতি টন ১০ ডলারে করছেন ভারত থেকে।এই দর কমানোর দাবি রয়েছে।তাদের কথায়,দর কমাতে হবে বৃদ্ধি করাতো চলবেইনা।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এই দরে বোল্ডার আমদানি করে তাদের পোষাচ্ছেনা।লাভ দুরের কথা লোকসানও হচ্ছে অনেকের।দর কমানোর দাবিতেও বোল্ডার আমদানি বন্ধ করলেন তারা।