নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার, সারা দেশের পাশাপাশি আসানসোলেও উল্টো রথ পালিত হল । আসলে আজ থেকে ৭ দিন আগে ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন, আজ তাদের বাড়ি ফেরার দিন। একে বলা হয় উল্টো রথ।এত দিন ধরে আসানসোলে বুধা ময়দানে রথটি রাখা হয়েছিল, এখানে গত ৭ দিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল । এস বি গড়াই রোড নুরুদ্দিন রোড হয়ে গাড়ুই ইসকন মন্দিরে পৌঁছান ।
এসময় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন দয়া চন্দ্র নিতাই দাস জানান, আজ ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা ও বলরাম তাদের মাসির বাড়ি থেকে নিজ বাড়ি ফিরেছেন।