শবদেহ ঘাড়ে করে নিয়ে শহরে প্রতিবাদ মিছিল করে গণতন্ত্রের শব দেহকে আগুনে পুড়ালো মালদা জেলা ভারতীয় জনতা পার্টি।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রাজ্যে গণতন্ত্র শেষ হয়ে গেছে! এমনই দাবি তুলে গণতন্ত্রের শবদেহ ঘাড়ে করে নিয়ে শহরে প্রতিবাদ মিছিল করে গণতন্ত্রের শব দেহকে আগুনে পুড়ালো মালদা জেলা ভারতীয় জনতা পার্টি।তাদের অভিযোগ রাজ্যের তৃণমূল সরকার আসার পর থেকে গণতন্ত্র একের পর এক শেষ হতে চলেছে। বিধানসভায় বিরোধীদের উপর আক্রমণ সারা রাজ্যে একের পর এক খুন-জখম অত্যাচার এমনই অভিযোগে মঙ্গলবার বিকেলে পুরাটুলি এলাকায় ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ।

সেই বিক্ষোভ মিছিলে গণতন্ত্রের শব দেহ তৈরি করে সেই শব দেহ চার জন কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে মালদা শহরের চুড়িপট্টি মোড়ে শেষ হয় রং সেখানেই খড়ের তৈরি গণতন্ত্রের শব দেহকে আগুন দিয়ে পুড়িয়ে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টি।

উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার ভারতীয় জনতা পার্টির সভাপতি পার্থসারথি ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর সুতাপা মুখার্জি, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি, যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের সদস্য গৌড় চন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =