নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামারহাটি :: শনিবার ২৮,ডিসেম্বর :: কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলী জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতি মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান।
এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ মন্ডলের কর্মী সমর্থকরা। এলাকার বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ছ বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে । তারপরেই নতুন করে পার্টিতে নতুন করে সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী নিজে মেম্বার করিয়েছেন।