নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৮,সেপ্টেম্বর :: শম্ভু মাঝি নামে এক যুবকের গলায় ফাস অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের ওল্ড স্টেশন সংলগ্ন এলাকায় ।
সূত্রে জানা গেছে আসানসোলের ওল্ড স্টেশন সংলগ্ন এলাকায় একটি জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ চলছিল এখানে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পায় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় কাউন্সিলর আশা প্রসাদ বলেন সকালে খবর পেয়ে তিনি এখানে এসে দেখেন একটি মৃতদেহ রয়েছে। পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।