নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানার ছয়ানি, হাজিপাড়ার এলাকার ঘটনা। অভিযোগের তীর স্থানীয় তৃণমূলের মেম্বারের স্বামী। মইনুল মোল্লা এর বিরুদ্ধে।
সেলিম মোল্লা। এর সাথে তাদের অন্য শরিক কাশেম মোল্লার সাথে চাষে র জমি সংক্রান্ত মামলা চলছিল আদালতে , আদালত সেলিম বক্স মোল্লা এর পক্ষে রায় দেয় বলে দাবি। সেইমতো সেলিম বক্স মোল্লা সেই জমিতে চাষবাস শুরু করে।
এরপর স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এর স্বামী মইনুল মোল্লা কাশেম মোল্লার হয়ে দলবল নিয়ে লাঠি সোটা নিয়ে সেলিম মোল্লার চাষের জমিতে গিয়ে ধান গাছ তুলে দিতে থাকে।
সেই সময় সেলিম মোল্লা ও তার পরিবার প্রতিবাদ করলেই তাদেরকে মারধর করে , তাদের বাড়ি ভাঙচুর করে লুটপাট করে বলে অভিযোগ।
সেলিম মোল্লার পরিবারের ১০ জন আহত হয় , তাদের মধ্যে চারজন আশংকা জনক হওয়ায় তাদেরকে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকার মানুষ ও আতঙ্কগ্রস্ত হয়ে আছে।
এলাকায় মিনাখা থানার পুলিশ। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত মেম্বারের স্বামী মইনুল মোল্লা বলেন, ওটা ওদের শরীকী গন্ডগোলের জেরে মারধর। এই ঘটনার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। আমার নামে বদনাম করা হচ্ছে।