নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: রবিবার ২৯,ডিসেম্বর :: শর্ট সার্কিট হয়ে পুড়ে ছাই হলো খড় বোঝায় একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত ঝিকড্ডা লায়েকপুর সংলগ্ন এলাকায়।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় মল্লারপুর থানার অন্তর্গত সোজ গ্রামের পার্শ্ববর্তী কোন এক জায়গা থেকে খড় বোঝাই করে পিকাপ ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল ঝিকড্ডা লায়েকপুরের রাস্তা হয়ে, তবে লায়েকপুর গ্রাম ঢোকার আগেই পিকআপ ভ্যানচালক দেখে গাড়ির মধ্যে থাকা খড়ে দাউ দাউ করে আগুন লেগে গিয়েছে।
সেই আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গাড়ি চালক, তবে লায়েকপুর গ্রামে ঢোকার পরেই রাস্তার পাশে একটি ফাঁকা জমিতে গাড়িটিকে নামিয়ে দেয় গাড়িচালক। সেখানেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি সহ গাড়িতে বোঝাই করা খড়গুলি ।
তবে স্থানীয়রা অনুমান করছেন রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তার থেকেই শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে সেই আগুন নেভানোর কাজ সম্পন্ন করে বলে জানা যায়।