নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ১১সেপ্টেম্বর :: অবশেষে আলোচনার জন্য রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আলোচনার জন্য প্রস্তুত।
আলোচনায় রাজি হলেও তাঁরা কয়েকটি শর্ত রেখেছে। সেই শর্ত হল, সবক’টি মেডিক্যাল কলেজের তরফে প্রতিনিধিদের সেই আলোচনায় উপস্থিত রাখতে হবে। সেই সঙ্গে তাঁদের গুরুত্বপূর্ণ শর্ত গোটা আলোচনা প্রকাশ্যে (ওপেন ফোরামে) করতে হবে, অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠক করলে হবে না। সেখানে যাতে সংবাদমাধ্যেম উপস্থিত থাকে এবং গোটা রাজ্যবাসী আলোচনা সম্পর্কে যাতে জানতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে।
মঙ্গলবার সরকারের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। এবার শর্তসাপেক্ষে আলোচনায় রাজি হলেন তাঁরা।