শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত এই কাট আউট না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সুদূর এক কিলোমিটার ঘুরে পারাপার করতে হচ্ছে পথচারীদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড়। রাজ্য সড়কে লোহার ডিভাইডার দিয়ে বিভাজন করা রাস্তা। যদিও পথ দুর্ঘটনা রুখতেই এই উদ্যোগ। সাধারণত পথ চলতি মানুষদের সুবিধার্থে তৈরি করা হয় ওভার ব্রিজ। কিন্তু ছোট শহরের ক্ষেত্রে তা দেখা যায় না।

সেইক্ষেত্রে একমাত্র অবলম্বন ডিভাইডারের মাঝে মাঝে কাট আউট। সেখান দিয়েই পারাপার করেন পথচারীরা। কিন্তু শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত এই কাট আউট না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সুদূর এক কিলোমিটার ঘুরে পারাপার করতে হচ্ছে পথচারীদের।

শহরের মাঝখান দিয়ে রাজ্য সড়ক থাকায় এপার থেকে ওপার যেতে হলে অনেকটাই পথ অতিক্রম করতে হচ্ছে। এই সমস্ত কথা মাথায় রেখে সাধারণ মানুষের দাবী নিয়ে কয়েকদিন আগেই মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশীষ কুন্ডু।

বুধবার পুলিশ সুপারের নির্দেশ মতো এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত রাস্তা পরিদর্শন করলেন আশীষ কুন্ডু। সঙ্গে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা।

সরজমিনে খতিয়ে দেখে কাট আউট তৈরি এবং মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে কাট আউট করে ট্রাফিক পুলিশ দ্বারা রাস্তা পারাপার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =