নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: সোমবার ৮,এপ্রিল :: ২০১৯ লোকসভা নির্বাচন এবং ২০২১ বিধানসভা নির্বাচন উভয় ক্ষেত্রেই মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র ভিত্তিক মাথাভাঙ্গা পৌরসভা ভোটের অংকে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।। এই ভোট ব্যাংককে পুনরায় ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
ময়দানে একদিকে যেমন ষাট ঊর্ধ্ব জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, অপরদিকে যুব যোদ্ধারা উপস্থিত। প্রচারে গিরিন বাবুকে দেখা গেল মাথাভাঙ্গা বারো নাম্বার তার নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে। বলা বাহুল্য তার ভাই বীরেন বর্মন ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর। ভোটের কিছুদিন আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুতরাং পুনরায় প্রচারের সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন গিরিন বাবু। শুধু বারো নম্বর ওয়ার্ড নয় গোটা মাথাভাঙ্গা পৌর এলাকার সবকটি ওয়ার্ডেই ব্যাপক প্রচার চলছে বলে দাবি করেন তিনি। সেদিন প্রচারে বেরিয়ে সিপিএমের প্রাক্তন প্রার্থী খগেন বাবুর বাড়িতেও যান তিনি। যদিও বা রাজনৈতিক বিরোধিতা রয়েছে তবুও তার কাছে দাঁড়িয়েও ভোট ভিক্ষা করেন গিরিন বাবু।
অপরদিকে খগেন বর্মন জানান, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও তিনি আমাদের পাড়ার লোক এবং শিক্ষক হিসেবে যথেষ্ট বয়জ্যেষ্ঠ। তিনি বাড়িতে এসেছেন এটাই যথেষ্ট। এদিন বক্তব্য রাখতে গিয়ে গিরিনবাবু পরিষ্কারভাবে জানান, ২০২৪ লোকসভা নির্বাচনের ট্রাম্প কার্ড লক্ষ্মীর ভান্ডার।
সাথে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মাথাভাঙ্গা এবং শীতলকুচি বিধানসভা এলাকায় অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল জায়গা হল মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা। তাদের নিয়ে বিগত দিনে বিরোধীরা শুধু রাজনীতি করে গেছে।