নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১,মে :: শহরে ফের অগ্নিকাণ্ড! লেকটাউন দক্ষিণদাঁড়িতে বহুতলে আগুন। জানা যাচ্ছে, ওই বহুতলের দোতলায় একটি স্টুডিয়ো ছিল। সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ওই বিল্ডিং থেকে সকলকে বার করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দুপুরে বিল্ডিংয়ের নীচে থাকা লোকজন স্টুডিয়োর ঘর থেকে ধোঁয়া বের হতে থাকেন। স্থানীয় ব্যবসায়ীরাই খবর দেন দমকলে।