নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১২,মার্চ :: পাকসার্কাসের চার নম্বর ব্রিজ থেকে পাকসার্কাসের ৭ পয়েন্টে দিকে যাবার পথেই একটা লরির সঙ্গে রেষারেষি এবং ধাক্কা বাইক চালকের। ঘটনাস্থলে বাইক আরোহী মৃত্যু হয়।
লরিটি পালিয়ে যায় এবং কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাকে ৭ পয়েন্টের সামনে পাকড়াও করে । ঘাতক লরি ড্রাইভার এবং লরিটিকে বেনিয়াপুকুর থানা আটক করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত এক সপ্তাহ আগে ঠিক এই জায়গায় একটি বাস চাকা এর বাস্ট হয়ে দুর্ঘটনা ঘটে।