নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৩০,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকায় মর্মান্তিক ঘটনা! বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ৩বছরের শিশুকন্যার ঝুলন্ত মৃত দেহ। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় সোমবার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এদিন জোড়া দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।
মা মামনি সাউ বর্মন, বয়স আনুমানিক ত্রিশ বছর এবং প্রজ্ঞা বর্মন, বয়স আনুমানিক ৩ বছর। জানা গেছে মামনি শাউ বর্মনের স্বামী রেলে কর্মরত, বর্ধমানেই ছিল পোস্টিং। রবিবার ছিল নাইট ডিউটি আর ঠিক সেই সুযোগেই আত্মঘাতী হয় মা ও তিন বছরের শিশু কন্যা।
এদিন ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ দেহ উদ্ধার করার পাশাপাশি আটক করে মৃত মামনি সাউ বর্মনের স্বামী অর্থাৎ প্রভাঞ্জন বর্মনকে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর কর্মসূত্রে মামনি সাউ বর্মনের স্বামী ও শিশু কন্যাকে নিয়ে বর্ধমানের বাদশাহী রোডে ভাড়া বাড়িতে থাকতেন। তাদের আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমায়।
বাদশাহী রোডের স্থায়ী বাসিন্দা অলক সাম জানান, রবিবার রাত্রি নাগাদ মা ও মেয়ে সুইসাইড করে কি কারণে সুইসাইড করেছে সেটা জানিনা। মৃতার স্বামী বর্ধমানে রেলে কর্মরত ছিলেন, রবিবার নাইট ডিউটি ছিল। সোমবার পুলিশ এসে দেহ দুটি নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।, পাশাপাশি আটক করে মৃতার স্বামী-কে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।