নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২রা,মে :: অনেক সময়ে ছোট ছোট নানান সমস্যা শরীরে লুকনো থাকে। যা পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে। প্রাথমিক স্তরে ছোটখাটো যেকোনো সমস্যা সমাধানে উপস্বাস্থ্য কেন্দ্র গুলির ভূমিকা যথেষ্ট। শহর বা গ্রামস্তর থেকে রোগ নির্ণয়ের কাজ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
আর সেই কারণেই জেলার ব্লকে ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র বাড়ানোর দিকে নজর দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে শহরের ২৫ নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলী কর্মকার সহ অন্যান্যরা।