নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: কাশ্মীরের পেহেলগাঁও-তে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং শহীদ জওয়ান ও নিরীহ সাধারণ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচি ।
বর্ধমান শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সেখ নরুল আলমের উদ্যোগে উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খৃষ্টান জৈন শীখ সমস্ত মানুষ একসাথে হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিনের এই মানববন্ধন সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং পেহেলগাঁওয়ের শহীদ জওয়ান ও নিহত সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের চোখেমুখে ছিল গভীর শোকের ছাপ এবং মনের মধ্যে ছিল ব্যথিত আবেগ।