নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২২,জুলাই :: আজ ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। হাওড়া ব্রিজ, ফেরিঘাট, হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলী সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় হুগলি সেতু থেকেই অনেক গাড়িকে ফিরতে হয়েছে।ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের।তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস ট্রার্মিনালে। সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করতে হয়েছে। তবে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেলো উৎসবের মেজাজে আসর পেতে মদের ফোয়ারা তুলছে।
কেউ গাড়ি স্ট্যান্ড করে পাশে বসে কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছে মনেই হবে না শহীদদের তর্পণ করতে বেরিয়েছেন।আমাদের ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে সরে গেছেন। এমনই দৃশ্য দেখা গেলো সাঁতরাগাছি বাস টার্মিনালে।