শহীদ দিবসে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে বর্ধমানের নবাব হাট মোড়ে মিষ্টি কিনতে নেমে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীর। মৃতের নাম মধুসূদন পাল বয়স ৭৪বছর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২২,জুলাই :: একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকা কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে বর্ধমানের নবাব হাট মোড়ে মিষ্টি কিনতে নেমে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীর। মৃতের নাম মধুসূদন পাল বয়স ৭৪বছর।

কাঁকসা অঞ্চলের দিহিবেতা গ্রামে তার বাড়ি। দেহ মঙ্গলবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের অপর এক কর্মী গণেশ চন্দ্র মন্ডল জানান,একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে প্রতিবছরই যাওয়া হয় সেইমতো এবছর রবিবার রাতে গ্রাম থেকে বাস ছাড়া হয়েছিল।

কলকাতায় পৌঁছে অনুষ্ঠান শেষে বাসে করেই বাড়ি ফিরছিলেন তারা। কর্মীরা সবাই একত্রিত হয়ে শক্তিগড়ে মিষ্টি কেনার কথা ছিল। কিন্তু সেখানে ভিড় দেখে সিদ্ধান্ত হয় নবাব হাটে মিষ্টি কেনা হবে। সেই মতো সোমবার সন্ধ্যা সাতটায় নবাবহাটে বাস থামিয়ে মিষ্টি কিনতে নেমেছিল সবাই।

মিষ্টি কেনার পর নবাবহাট মোড়ে রাস্তা পারাপার হতে গিয়ে অজানা বাসের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। বর্ধমান সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে বিএমসি এ নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

মঙ্গলবার দুপুর একটায় পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বিএমসি মর্গ, শেষ শ্রদ্ধা জানাতে এদিন মর্গে উপস্থিত থাকেন প্রাক্তন বিধায়ক তথা BDAএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − three =