নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১০,মার্চ :: ২০২১ সালের ২রা মে নির্বাচন পরবর্তী হিংসায় নারকেলডাঙ্গা অঞ্চলে সমাজবিরোধীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে । কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে অভিজিতের খুনে অভিযুক্ত সমাজবিরোধীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে । এই বিষয়ে নিহত অভিজিতের মা এবং দাদা ক্ষোভে ফেটে পড়েন ।
এই হৃদয় বিদারক ঘটনায় অখিল ভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সমবেদনা জানিয়ে অভিজিৎ সরকারের পরিবারের সাথে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিল হিন্দু মহাসভা । চন্দ্রচূড় বাবুর স্পষ্ট বক্তব্য বিজেপি তৃণমূলকে মারুক বা তৃণমূল বিজেপিকে মারুক, আসলে মানুষ মানুষকে খুন করছে যেটা কোন ভাবেই একটি সভ্য সমাজে অভিপ্রেত নয় । গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া নির্বাচনের জনাদেশ কে সম্মান জানিয়ে নির্বাচনের ফল সবারই মাথা পেতে মেনে নেওয়া উচিৎ ।
অভিজিৎ সরকার খুনের পরবর্তী এই দুর্ভাগ্যজনক ঘটনা প্রমাণ করে দিল রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ কর্মীদের জীবনের কোন মূল্য নেই । কর্মীদের মৃত্যু বা হত্যা ক্ষমতা দখল করার জন্য একটি সংখ্যা মাত্র ।
কিন্তু রাজনৈতিক হিংসায় যার ঘরের মানুষ প্রাণ হারায় তাদের চোখের জলের কেউ মূল্য দেয়না এবং সত্যি কথা বলতে স্বজন হারানো মানুষ গুলোর চোখের জলের কোন ধর্ম বা রাজনৈতিক রঙ হয়না । অভিজিৎ সরকারের মা এবং দাদার সাথে দেখা করে তাদেরই একজনকে উত্তর কলকাতার প্রার্থী হওয়ার প্রস্তাব দিতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা ।