শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিন বন্দি মৃতদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ২৬,এপ্রিল :: শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিন বন্দি মৃতদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষের চোখের জলে এবার শেষ বিদায় জানানোর পালা।

বাবা মা আত্মীয়-স্বজন এবং একমাত্র জীবন সঙ্গিনী স্ত্রী সেনা জাওয়ানের নিথর দেহের উপরে কান্নায় বুক ভাসিয়ে আছড়ে পড়লেন।

নদীয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়ি থেকে এমনটাই চিত্র উঠে এলো। শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন, কখন তাদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তান কে একবার শেষবারের মতো দেখবেন।

এরপর বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝন্টু আলী শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। কফিন বন্দি মৃতদেহ দেখা মাত্রই বাবা সহ পরিবার কান্নায় ভেঙে পড়েন। সজন হারানোর বেদনায় স্ত্রী ঝুমা শেখ সামির মৃতদেহের উপর আছড়ে পরে।

পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরা একইভাবে পারেননি চোখের জল ধরে রাখতে। এই ভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদীয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। জানা যায়, গান স্যালুট এর মধ্যে দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষকৃত্যর জন্য প্রস্তুত করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =