নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৩,জুলাই :: একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাওড়ার জগৎবল্লভপুরের বছর ২৪ এর সানোয়ার আলী মল্লিক নামের মানসিক ভার সাম্যহীন এক যুবক, এখনো নিখোঁজ..
হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিক ভারসাম্যহীন সানোয়ার আলী নামের বছর ২৪ এর ওই যুবক এলাকার বেশ কয়েকজনের সঙ্গে ধর্মতলা শহীদ সমাবেশে যোগ দিয়েছিল এবং সভাস্থলে কিছুক্ষণ থাকার পরেই বাইরে বেরিয়ে আসে সানোয়ার আলী ।
তারপরেই তার সঙ্গে থাকা ব্যক্তিরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে সানোয়ার আলীকে না পাওয়ায় বাড়ি ফিরে আসেন সকলে। আজ সকালে ওই যুবকের পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। নিখোঁজ সানোয়ারের পরিবারের লোকজনরা এখনো খোঁজ চালাচ্ছেন নানান জায়গায়।