নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২১,জুলাই :: ১৯৯৩ সালে কলকাতায় ১৩ জন জাতীয় কংগ্রেসের কর্মী পুলিশের গুলিতে মারা গেছিল তাদের স্মরণ করে শুক্রবার আসানসোলের জেলা গ্রন্থাগারে যুব কংগ্রেসের রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ যুব কংগ্রেসের কর্মীরা। দেবেশ চক্রবর্তী জানান ১৯৯৩ সালে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা ভারতের বিভিন্ন রাজ্যে নো আইডেন্টিটি কার্ড নো ভোটের শ্লোগান নিয়ে বিক্ষোভ দেখান হয়েছিল ।
পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহাকরন অভিযানের সময় পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মী মারা গেছিল তাদের স্মরণ করে যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান ত্রিশ বছর কেটে গেলেও আজ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয় নি কিন্তু প্রত্যেক বছর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের স্মরণ করা হয়।