কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৭ই মার্চ :: শান্তিনিকেতনের আদলে মালদহ শহরে পালিত হল বসন্ত উৎসব। মঙ্গলবার জেলার নৃত্য শিল্পী ও সাধরন মানুষেরা প্রভাত ফেরীতে অংশ নেয়। শহরের বিভিন্ন এলাকা থেকে প্রভাত ফেরী বের হয়ে পোষ্টফিস মোড় এলাকায় ডান্ডিয়া খেলায় মেতে ওঠে।এরপর জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে যোগ দেন।
উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবী প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। এরপর একে অপরকে রাঙিয়ে দেয়। শুরু হয় বিভিন্ন নৃত্য অনুষ্ঠান। এদিন মহানন্দা পল্লী এলাকা থেকে শুরু হয় সুসজ্জিত প্রভাত ফেরি।পাশাপাশি একটি নৃত্য সংস্থা এবং ২২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন হয় ।
শান্তিনিকেতনের আদলে মালদা শহরের মহানন্দা পল্লী এলাকা থেকে শুরু হয় সুসজ্জিত প্রভাত ফেরি। প্রভাত ফেরীতে অংশ নেন স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার, নৃত্যশিল্পী দেবরাজ ভৌমিক সহ অন্যান্য শিল্পী ও ওয়ার্ড কমিটির সদস্যরা। ডান্ডিয়া নৃত্যর মাধ্যমে বসন্ত উৎসবে অংশ নেয় ক্ষুদে শিল্পীরাও।প্রভাত ফেরির পাশাপাশি স্থানীয় শিশু উদ্যানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন।