শান্তিপুরের খুব কাছে দিগনগরের নিকটবর্তী রাঘবেশ্বর মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য কাতারে কাতারে ভক্তদের ভিড় হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ১৪,আগস্ট :: শ্রাবণ মাসের সবকটি সোমবারই ব্যাপক ভিড় জমে নদীয়ার মহাদেবের আরাধনার ক্ষেত্রে। চিরাচরিত নিয়ম মেনেই দুধ, গঙ্গাজল, বেলপাতা ঘি, মধু, একত্রিত করে ভক্তদের মনস্কামনা পূরণের জন্য ভগবান শিবের মাথায় জল ঢালে ভক্তবৃন্দরা।

দীর্ঘ কয়েক বছর ধরেই শান্তিপুরের খুব কাছে দিগনগরের নিকটবর্তী রাঘবেশ্বর মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য কাতারে কাতারে ভক্তদের ভিড় হয়। শান্তিপুরের ভাগীরথী নদী থেকে পবিত্র গঙ্গাজল নিয়ে প্রায় ১১ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রাঘবেশ্বরের মন্দিরে পৌঁছায় হাজার হাজার ভক্তরা।

এরপরে ভগবান শিবের আরতি শেষ হতেই শুরু হয় জল ঢালার প্রক্রিয়া। তবে অসংখ্য ভক্তবৃন্দদের যাতে কোনরকম অসুবিধে না হয় সেদিকে কড়া নজর থাকে পুলিশ প্রশাসনের, ঠিক তেমনি দায়িত্ব পালন করে শান্তিপুর পৌরসভাও। স্নান ঘাটের পাশেই পৌরসভার পক্ষ থেকে করা হয় একাধিক শিবির, যেখানে প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =