নিজস্ব সংবাদদাতা :: :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শান্তিপুরে এক গৃহ শিক্ষকের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য, যদিও এই ঘটনায় হতবাক পরিবার-পরিজন। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া এলাকায়। জানা যায় মৃত গৃহ শিক্ষকের নাম দীপঙ্কর নাথ বয়স আনুমানিক ৪০ বছর।পরিবার সূত্রে জানা যায়, গতকাল রথের মেলা দেখতে গিয়েছিলেন পরিবারকে সাথে নিয়ে, এরপর বাড়িতে এসে স্ত্রীর কাছ থেকে খাবার চায়, এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে পরিবারে লোকজন দেখেন ওই গৃহশিক্ষক ঘরের ছাদের চিলেকোঠার ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি করতে ছুটে আসে প্রতিবেশীরা, যদিও গৃহ শিক্ষকের ঝুলন্ত দেহ মাটিতে নামাতেই দেখেন মৃত্যু হয় গৃহ শিক্ষকের। খবর যায় শান্তিপুর থানায় ।শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মৃত গৃহ শিক্ষকের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ।
এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গৃহ শিক্ষকের গোটা পরিবার। কি কারনে গৃহশিক্ষক এইভাবে আত্মঘাতী হলেন কিছুই বুঝতে পারছে না পরিবার। তবে স্ত্রীর মুখ থেকে জানা যায়, খুব চাপা স্বভাবের ছিলেন ঐ শিক্ষক, মুখ ফুটে কাউকে কিছু বলতেন না। স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ে স্ত্রী মৌসুমী নাথ। গৃহ শিক্ষকের মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।