নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: তাঁত শ্রমিকের বরশিতে উঠে এলো এক বিরল প্রজাতির মাছ আর বিরল প্রজাতির মাছ দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। নদিয়ার শান্তিপুর ফুলিয়া তারাপুর বাধে হঠাৎই তপনবাবুর বড়শিতে উঠে এলো এক বিরল প্রজাতির মাছ।
তপন বাবুর বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায়। তপন বাবু পেশায় একজন তাঁত শ্রমিক, সময় পেলেই হাতে বড়শি নিয়ে চলে যান ফুলিয়ার গঙ্গায় মাছ ধরতে। গত বুধবার বড়শিতে তপন বাবুর আচমকায় উঠে এলো এক বিরল প্রজাতির মাছ । তপন বাবুর পরিবার বুঝে উঠতে পারছেন না মাছটি কি করবেন। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন তপনবাবুর বাড়িতে এই মাছটি দেখতে।

