নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: বৃহস্পতিবার সকালে নদিয়ার শান্তিপুর থানার সাহেব ডাঙ্গা মধ্যপাড়া এলাকায় রাস্তায় ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম হাসিম মন্ডল (৩৫), পিতা জাইদুল মন্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় দেহটি।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কেউ বা কারা তাকে খুন করে এখানে ফেলে রেখে গেছে।
তবে মৃত্যুর সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে আকস্মিক এই মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে নীরবতা ও আতঙ্ক।