নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সামশেরগঞ্জ :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: শামশেরগঞ্জের লোহরপুর গঙ্গা ঘাটে আবারও নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। আরও একবার নতুন করে গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে শামশেরগঞ্জের লহরপুর গঙ্গা ঘাটে ।
ইতিমধ্যেই এক পরিবারের বসতবাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। যে জায়গায় বালির বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেখানকার বস্তা গুলো ছিঁড়ে গিয়ে ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এবং ভিড় জমিয়েছেন গঙ্গার ধারে।
নিম্নচাপ এবং গঙ্গায় জলস্তর বৃদ্ধি—এই দুই মিলে ভাঙনের প্রকোপ আরও বেড়েছে। প্রশাসনের তরফ থেকে এখনও কোনও কার্যকরী ব্যবস্থা দেখা যাচ্ছে না, যা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। স্থানীয়দের দাবি, অবিলম্বে ভাঙন রোধে কংক্রিটের ব্যবস্থা ও নজরদারি টিম মোতায়েন করা হোক।