নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ১৪,অক্টোবর :: শারদোৎসবের আগেই প্রায় এক সপ্তাহ ধরে নির্জলা সিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বড় অংশ। চরম সমস্যায় ওই এলাকার দুবরাজপুর, চাঁদপুর, জামবনি, ঘুরঘুরিয়া গ্রামের মানুষ। এই অবস্থায় গ্রামের মহিলারা স্থানীয়ভাবে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ‘পাড়ায় পাড়ায় জলে’র দাবিতে পোষ্টারও দিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, মাত্র কয়েক বছর আগে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের উদ্যোগে ওই গ্রাম গুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষে নিয়মিত জল সরবরাহও শুরু হয়। কিন্তু অতি সম্প্রতি পাইপ লাইন ফেটে যাওয়ায় বন্ধ জল সরবরাহ, সমস্যায় দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি বারবার জানিয়েও সমস্যা সমাধান হয়নি বলে স্থানীয়দের দাবি। এই অবস্থায় অন্যের বাড়ি থেকে কিম্বা দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে বলে তারা জানিয়েছেন।