শারদোৎসবের আগে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছেই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শারদোৎসবের আগে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছেই। যার জেরে সমস্যায় অসংখ্য মানুষ। গত শুক্রবার থেকে ১২৫ জন অস্থায়ী কর্মী দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর সামনে লাগাতার কর্মবিরতিতে বসায় ব্যাপক প্রভাব পড়েছে গণ পরিবহন ক্ষেত্রেও।

শাসক দলের পতাকা নিয়ে আন্দোলনে বসা ঐ পরিবহন সংস্থার কর্মীদের তরফে বলা হয়েছে, স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, সবেতন ছুটি, প্রতি মাসে ন্যুনতম ২৬ দিন কাজ, ছাঁটাই কর্মীদের পূনর্নিয়োগ সহ ৭ দফা দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

কিন্তু দাবি পূরণ না হওয়ায় অবশেষে কর্মবিরতির ডাক দিয়ে সংস্থার বাঁকুড়া ডিপোর সামনে অবস্থান আন্দোলনে বসতে বাধ্য হয়েছেন বলে জানান।

বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, তৃণমূলের দূর্ণীতি রন্ধ্রে রন্ধ্রে তাই একটার পর একটা সংস্থা খোঁড়া হচ্ছে। তৃণমৃল সরকারের বিরুদ্ধেই তাদের শ্রমিক সংগঠন আন্দোলন করছে। এতেই বোঝা যাচ্ছে প্রশাসনের কেমন দূর্ণীতি। একের পর এক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। রাজ্য সরকারকে তিনি ধিক্কার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − seven =