শারদ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে তখন মালদহের ভূতনি বন্যায় ভাসছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২২,সেপ্টেম্বর :: বাঁধ ভেঙে বন্যায় ভাসছে ভূতনি।করুণ পরিস্থিতির মধ্যে মালদহের ভূতনি থানা এলাকা।শারদ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে তখন মালদহের ভূতনি বন্যায় ভাসছে।

মিলছে না ত্রাণ, মুখে পড়ছে না তিন বেলা খাবার। সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দূর্গতদের। সরকারি নৌকা শাসকদলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে অভিযোগ।সরকারি টাকা লুট খাওয়ার কারখানা হয়েছে ভূতনি!

চলতি বছরে একের পর এক বাঁধ ভেঙে সর্বত্রই ভেসে রয়েছে। বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি সবকিছুই জলের তলায়। যাদের ছাদের বাড়ি সেই পরিবারগুলি ছাদে, তো আবার কাঁচা বাড়ির তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।

সবদিকেই মানুষ জল যন্ত্রণায় ভুগছে।যখন শারদ উৎসবকে কেন্দ্র করে শহরগুলি সেজে উঠছে। পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঠিক তখন ভূতনীর মানুষ পূজা তো দূর, প্রাণে বেঁচে থাকার লড়াই করছে।দুধের শিশু থেকে কলেজ পড়ুয়ার একের পর এক জীবন কেড়ে নিচ্ছে এই বন্যা।

পূজা মন্ডপগুলিও জলের তলায় রয়েছে। ভূতনি থানা এলাকায় সরকারি অনুমোদিত ২২ টি দুর্গাপূজা রয়েছে। সব পূজা মন্ডপই কমবেশি জলের তলায় রয়েছেন। পূজা হলেও আনন্দ নয়,আরাধনাতে গঙ্গার হাত থেকে রক্ষার প্রার্থনাই করবে ভূতনিবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 7 =