নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: শারীরিক ভাবে নির্যাতিতা এক তরুণীকে দেখতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। গতকালই ওই তরুণী শারীরিক অসুস্থতা নিয়ে দুর্গাপুর ই এস আই হাসপাতালে ভর্তি হন,
খবর প্রকাশ্যে না এলেও এবং ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশ কে অভিযোগ না করা হলেও, সূত্র মারফত জানা যায় ওই তরুণী নিগৃহীত হয়েছেন।
যদিও নিগৃহীতার পরিবারের পক্ষ থেকে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি পুলিশকে।
ওই তরুণীকেই আজকে দেখতে আসেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। গেটেই তাকে আটকে দেয় হাসপাতাল কর্মীরা, এরপরেই বিজেপি বিধায়ক বিক্ষোভে বসে যান হাসপাতালে গেটের সামনে।
ঘটনা নিয়ে নিন্দা করেন তৃণমূলের পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে জানান, এক তরুণী মৃত্যুর সঙ্গে লড়ছেন আর বিজেপি বিধায়ক রাজনৈতিক করছেন এটা কাম্য নয়। যদিও বিজেপি বিধায়ক তার সংগীদের নিয়ে এখনো গেটের সামনে বিক্ষোভরত। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ।