শালকুমারহাট হাইস্কুলের ছাত্রী মৌমা বিশ্বাসকে নিয়ে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৭,মে :: শালকুমারহাট হাইস্কুলের ছাত্রী মৌমা বিশ্বাসকে নিয়ে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার উচ্ছসিত এলাকার মানুষ।

বৃহস্পতিবার জানা যায় যে,রিভিউ করায় মৌমার ২ নাম্বার বেড়েছে। আর এতেই ৪৮৯ নাম্বার পেয়ে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্য মেধা তালিকায় নবম স্থান দখল করে নেয় মৌমা বিশ্বাস৷

তাই এদিন স্কুলের তরফে মৌমাকে সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হয়। এই রেজাল্টে মৌমা এখন গোটা শালকুমারহাটের গর্ব। তাই এদিন এলাকার শিক্ষানুরাগী,গৃহশিক্ষক,স্কুল শিক্ষক,প্রাক্তন ছাত্র সবাই শামিল হন। শুরু হয় জিপসি গাড়িতে করে শোভাযাত্রা। গোটা শালকুমারহাট বাজার সেই শোভাযাত্রা পরিক্রমা করে।

তারপর স্কুলে মৌমাকে দেওয়া হয় সংবর্ধনা। সেখানে স্কুলের প্রধান শিক্ষক ভরত চন্দ্র রায়,স্কুল পরিচালন সমিতির সভাপতি তুষারকান্তি রায়,শালকুমার ১ গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়,শালকুমার ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় রাভা ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্কুল পরিচালন সমিতির সভাপতি তুষারকান্তি রায় জানান,এদিন আবেগতাড়িত হয়ে এলাকার শিক্ষানুরাগী মানুষ শামিল হন। স্কুল খোলার পর মৌমাকে নিয়ে আরও অনুষ্ঠান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =