শাসকবিরোধী জোটের গোপন বৈঠকে দুষ্কৃতি হামলা , অপহরণ আইএসএফের পঞ্চায়েত সদস্যা, আহত সাত

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কুলপি  :: বুধবার ১৪,মে ::    গত পঞ্চায়েতে কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েত চলে যায় বিরোধীদের দখলে। যেখানে ১১ টি সদস্যের মধ্যে আইএসএফ  দুজন, বিজেপি দুজন, সিপিএম একজন ও নির্দল একজনকে নিয়ে ছয়জনের সংখ্যাগরিষ্ঠ হয় বিরোধীরা। আর এখানেই আপত্তি শাসকদলের।
অভিযোগ পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতে কোনমতে বিরোধীদের পঞ্চায়েত বোর্ড গঠন করতে দিচ্ছিল না শাসকদলের মদতে প্রশাসন এমনই অভিযোগ বিরোধীদের। এমত অবস্থায় উপ সমিতি গঠনের সময় শাসক দলের ও বিরোধীদের  মধ্যে গন্ডগোল শুরু হয়। পরবর্তীকালে উপসমিতি গঠন  নিয়ে হাইকোর্টের  দ্বারস্থ  হন বিরোধীরা।
হাইকোর্টের নির্দেশে গত ২৮ এ এপ্রিল উপ সমিতির গঠনের কথা ছিল। কিন্তু প্রশাসন ২৮ তারিখের পরিবর্তে মের ১৯ তারিখে উপসমিতি গঠনের দিন ধার্য করেছিলেন। গতকাল মদন মোহনপুর এর সঞ্জয় মাঝির বাড়িতে  বিরোধীদের গোপন বৈঠক চলছিল।
অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীবাইকে করে এসে  সরাসরি আগ্নেয় অস্ত্র নিয়ে সঞ্জয় মাঝির বাড়িতে হামলা চালায়।ভাঙচুর করা হয় সঞ্জয় মাঝির ঘর বাড়ি। মিটিং থেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল আইএসএফের সদস্যা ফজিলা কাজী ও তার তিন বছরের শিশু কন্যাকে।
আহত হন সাতজন। তারা কুলপি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর কুলপি থানাতে এসেছেন অভিযোগ দায়ের জন্য। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত অপরাধীরা গ্রেফতার এবং অপহৃত  আইএসএফের মহিলা সদস্য কে ফিরিয়ে এনে দেবে প্রশাসন, ততক্ষণ তারা এই কুলপি থানার সামনে অবস্থানে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =