নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শামশেরগঞ্জ :: বুধবার,২জুলাই :: বুধবার সন্ধ্যে নাগাদ শামশেরগঞ্জ কংগ্রেস ব্লক অফিসে ডক্টর বিধান চন্দ্র রায় জন্ম দিবস ও মৃত্যু দিবস উদযাপন করলে শামশেরগঞ্জে কংগ্রেস কর্মীবৃন্দরা পাশাপাশি ঐদিন সামশেরগঞ্জের অঞ্চল ভিত্তিক কর্মীদের আলোচনা করেন আগামী ২৬ এর বিধানসভা নিয়ে,
পাশাপাশি ঐদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কাঁকুড়িয়ার আব্দুর রশিদ, আব্দুর রশিদ বলেন আমার সাথে আরও অনেকেই আসবেন কংগ্রেসে, কারণ কংগ্রেসে ছিলাম আছি থাকবো।
ওই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম, টিপু সুলতান, ধুলিয়ান টাউন কংগ্রেস সভাপতি বাবলু মন্ডল, তাসির উদ্দিন, ইন্দ্র, মোস্তাফিজুর রহমান, সহ আরো অনেকে।