নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ১১,এপ্রিল :: শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। পাশাপাশি তার বক্তব্য শিক্ষকদেরও আরো সংযত আচরণ করা উচিত।
২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের ভুমিকার কড়া সমালোচনা করলেন সায়নী। তারা গঠনমূলক কিছু চাইছেন না বলে তার কটাক্ষ। শিক্ষকদের প্রতি তার বার্তা তারা যেন প্রতিবাদ করতে গিয়ে আইন না হাতে তুলে নেন। মুখ্যমন্ত্রীর প্রতি তারা যাতে ভরসা রাখেন তার আবেদন জানান সায়নী ঘোষ।
মুখ্যমন্ত্রী এই ইস্যুর প্রতি অত্যন্ত মানবিক। তার আশা এই সমস্যার সুষ্ঠু সমাধান হবে। দলের কর্মীদের প্রতি তার বার্তা কঠিন সময়ের মধ্যে এলেও ঠান্ডা মাথায় এর মোকাবিলা করতে হবে। এর প্রভাব ভোট বাক্সে পড়বে না বলেই মত সায়নীর।