নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: একি কান্ড ! ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই হাওড়া স্টেশন চত্বরে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের। শিক্ষক দিবসের দিনই শিক্ষকদের এই আন্দোলন। এরা বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষক।
হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে প্রতিবাদ জানালেন তাঁরা। এরা বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে কারিগরি শিক্ষা দেন।রাজ্য সরকারের কারিগরি দপ্তর থেকে এদের নিয়োগ করা হয়েছিল এজেন্সি মারফত। কুড়ি হাজার টাকা পান। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেন।
১,৩০০ কর্মী আছে।অভিযোগ, যার মধ্যে ৩৫০ জন ল্যাব কর্মীদের ছাঁটাই করা হয়েছে। এদের অভিযোগ অনিয়মিত বেতন পাচ্ছেন। এদের দাবি সরকারি স্বীকৃতি। এবং সেইমত বেতন বৃদ্ধি করা হোক এবং ছাঁটাই বন্ধ হোক এই দাবি তুলেছেন তাঁরা।