সজল দাশগুপ্ত:: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,এপ্রিল :: শিক্ষক শিক্ষাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও দার্জিলিং জেলা কংগ্রেসের। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অন্তত ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে, এরপর থেকেই আন্দোলন চালাচ্ছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষক কর্মীরা ।
সম্প্রতি ডিআই অফিস ঘেরাও করার কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ এর প্রতিবাদে এদিন রবিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা জাতীয় কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় শিলিগুড়ি থানার সামনে।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় । এদিনের এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি শংকর মালাকার , এছাড়া আরো উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।